তোমার জন্য মুখের কোঁণে আলতো হাসি আমার
তোমার দেখায় হৃদয় আমার আলোকিত আবার,
তুমিই সেরা, তুমিই শ্রেষ্ঠ, তুমিই প্রিয়ংবদা
কারো সাথে তোমার তুলনার নেই যে আমার স্পর্ধা।
হরিণী তুমি মুক্তোঝরা দাঁতের মাধুর্য
দেহের বাঁকে জাদু আছে তোমার প্রাচুর্য,
যোদ্ধা তুমি সর্বজয়ী অদম্য মনোবল
তোমার দেখায় ধণ্য আমার জীবন সাধন পর।
হারাবে তুমি ভুলবে আমায় দেবে ঠেলে দূরে
তার চেয়ে বরং তীর বিধিঁয়ে ছুঁড় আমায় ফেলে,
জানবে তুমি তোমার তরে আমার ছন্দ মিলে
তোমার হাসি তোমার শান্তি আমার অন্তরজুড়ে।