তোমার হৃদয় সুন্দর বলেই পৃথিবীটা এত সুন্দর।

তোমার হৃদয়ে শরৎ আছে বলেই এই শুভ্র কাঁশবনের ওপারে আকাশ অত গভীর।

তোমার হৃদয় পৃথিবীতে আছে বলেই এত কবিতা।