সে বোধের শাখায় ফুল ফুটিয়ে চন্দ্রশিখায় হাসে 💚
যে পথে কখনো চলিনি সে পথে সে নিত্য পথ চলে - বুক বাড়িয়ে ডাকে সে পথ কবিতার চোখ মেলে। সে পথে বোধের শাখায় ফুল ফুটিয়ে চন্দ্রশিখায় হাসে, ভাসে নিত্যজলে ভাসে অমল পাখি কোমল আঁখি তার।
যে পথে কখনো হাঁটিনি সে পথে তার পথ হাঁটাহাঁটি - যে পথে কখনো চলিনি সে পথে তার পথ চলাচলি - যে আকাশে কখনো উড়িনি সে আকাশে তার উড়োউড়ি; আমি সে পথের পথিক হব সে আকাশের পাখি চিরদিন।