যে হৃদয়ে' সে রহিয়াছে
সে হৃদয় কেমনে অঙ্গ মাত্র,
দেহ মোর খন্ড,খন্ড হইলেও,হৃদয়রূপে বসিয়া
রহিয়াছে যে তাহারে ছুঁইবে কেমনে কোন অস্ত্র?
মৃত্যুর্ বাদে দেহখান মোর
করিয়া দাও ভস্ম অগ্নির দহনে ,,
তবে হৃদয়কে মোর রেখো
সোনাই গড়ানো কোনো এক সিঙ্গাসনে !