তব চরণে মম দিলেম সর্বশ আহুতি
তবে নাই পাইনে কাল তোহো সহতী,
বোধহয় তব বলবেনা আর সেই অনুরূপ
অনুভবে তব কভু পিলার মোর স্বরূপ
পদ্মপোখুরে তব হেরিবার হেতু গেছিনু আজ
ভুলেগেছি সকালেই সেজেছো মোর নিকট শেষসাজ
দেখলাম আজ আলতা পরেছো ঢেলে পায়ে
তবে কেন ছাপ দিচ্ছসনে মেঝের গায়ে?
অনেক দিন বাদে গিয়েছিনু তব পাড়া
এবারেও দেখলো সবাই শুধু তুমি ছাড়া।
তব চরণে মম দিলেম সর্বশ আহুতি
তবে নাই পাইনে কাল তোহো সহতী,
তব ছিন্ন করিয়া গেলেনা কেন মোরে?
খন্ডগুলো ফুল হয়ে থাকিতাম রাস্তায় পরে!
কাল বাগনের ফুল গুলো ডাকছিলো মোরে
কি বলবো তাঁদের সে গেছে ছেড়ে!
মম রাস্তায় দেখে পাগল বলে ওরা
তোমাতে হারানোর মজা বোঝে কি তারা?
মম বিনাশ লীলা পূর্ণ হইবে যেদিন
তব চরণেই ঠাই হয় যেন সেদিন
তব চরণে মম দিলেম সর্বশ আহুতি
তবে নাই পাইনে কাল তোহো সহতী,