হঠাৎ একদিন ধরার মাঝে উঠল জ্বলে
জীবন নামক বাতি
হতে পারে ওয়ারেন্টিহীনএই বাতিটির
আজকেই কাল রাতি
হতে পারে তোমার আমার জীবনের
এটাই শেষ গল্প
তাই ভেবে এখনই নিজেকে বদলাই
বেশি না হয় অল্প!
হতে পারে হঠাৎ জীবনে নেমে এল
ভয়াল এক রাত্রী
বলতে পারো কে হবে ঐ মসজিদের
খাটিয়ায়ার যাত্রী?
হতে পারে তোমার আমার জীবনের
এটাই শেষ সাক্ষাত
কোনদিন আর হয়ত রাখা হবে না
দু’জনার হাতে হাত
হতে পারে নেট দুনিয়ায় আজ তুমি
খবরের মস্ত শিরোনাম
হতে পারে কালকে থেকে থাকবে না
দুনিয়াতে নাম ধাম
হতে পারে তোমার আমার জীবনের
এটাই শেষ নিঃশ্বাস
নিজেকে আমরা এখনই বদলে ফেলি
থাকিলে আল্লাহতে বিশ্বাস!
৩০ আগষ্ট-২০২২
রামপুরা,ঢাকা।
০১৬৮৯১৪৩২৭০