ভুলকে আমরা হেসে খেলে ব্যাবহার করি
ভুল কেবল ভুল নয়
একটু ভুল মানুষের জীবনকে পাল্টে দিতে পারে
কখনও কখনও ভুলের মাসুল
প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত বইয়ে বেড়াতে হয়
ভুলের মাসুল গুনতে জীবন সায়াহ্নে এসেও
সাত সাগর তের নদীর পাড়ে
নির্বাসনে আছি।
রচনাকালঃ ১২/০৮/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা