ভালবাসা এর্ন্টাটিকার বরফ নয়,গলে যাবে
ভালবাসা জোনাকীর আলো নয়,নিভে যাবে
ভালবাসা চিনামাটির পেয়ালা নয়,ভেঙ্গে যাবে
ভালবাসা কলমের কালি নয়,নিঃশ্বেষ হয়ে যাবে।
ভালবাসা হৃদয়ের জীবন্ত এক অনুভূতির নাম।
যে অনুভূতির বহিঃপ্রকাশে সৃষ্টি হয়-
বিন্দু থেকে সিন্ধু!কখনও স্মৃতির তাজমহল!
কখনও সৃষ্টি হয় আলোকিত নতুন ভূবন!
২০ জানুয়ারী-২০০৪
বীরগঞ্জ,দিনাজপুর।