চিন্তা ভাবনা এমন,যা-
প্রতিনিয়ত মানুষের মগজে উৎপন্ন হয়  
সু-চিন্তা ও কু-চিন্তাই প্রধান।

সু-চিন্তাগুলি কু-চিন্তার কাছে হর হরদম
ধরাশায়ী বা কুপোকাত হয়।
কু-চিন্তার বিষক্রিয়া সমাজে দ্রুত ছড়ায়

চিন্তা নিয়ে একটি বিশ্লেষন ধর্মী জরিপ
পরিচালনার কথা ভাবতে হবে।
তবে হয়ত কিছুটা কু-চিন্তা কমে আসবে।

চিন্তাগুলো আলাদা আলাদা ফ্রেমে বন্দী করি
সু-চিন্তার বীজ মগজে রোপন করি
কু-চিন্তার বীজগুলো জলন্ত চিতায় ফেলি  

কু-চিন্তার প্রভাব ধীরে ধীরে কমে আসবে
সু-চিন্তার বীজ চারা থেকে গাছ হবে
জগৎ সংসারটা ছায়াস্বর্গে পরিনত হবে।      

৩০ সেপ্টেম্বর-২০২০
রামপুরা,ঢাকা।