যেহেতু আমরা মানুষ!
একজন মানুষ হিসেবে আমাদের অনেক দায় আছে।
আমাদের উচিৎ নিজেদের কাঁধ থেকে কিছু দায় উপড়ে
ফেলে ভারমুক্ত হওয়া
যেহেতু আমরা মানুষ
আমরা অন্তত বছরে একটি দিন অন্যের জন্য উৎসর্গ করি
এই একটি দিনই হয়ত দেশকে একশ বছর এগিয়ে নিয়ে যাবে।
আর তখনই মানুষ নামের সার্থকতা যথার্থ হবে, এবং
মানুষের মাঝে লুকিয়ে থাকা মনষত্ব শুদ্ধ হবে
যেহেতু আমরা মানুষ
যেহেতু আমরা বোধ-বুদ্ধির দাবীদার
সেহেতু একজন মানুষ হিসেবে মানুষের জন্য
এই উৎসর্গটুকু করা কৃতজ্ঞতারই বহিঃপ্রকাশ মাত্র।
সময়কালঃ ১৭/১২/২০১৯
স্থানঃ রামপুরা,ঢাকা।