আমার জন্ম দিনে সবার মত হয় না যেন
কোন আয়োজন
আমার জীবন মরণ ধর্ম কর্ম সব কিছু হোক
সবার প্রয়োজন।
স্রষ্টা আমায় সৃষ্টি করে সকল সৃষ্টির মাঝে
করলো সর্মাপণ
আমাকে আমি বিলিয়ে দিলাম সৃষ্টিকূলে
এটাই জন্মদিনের পণ।
রচনাকালঃ ৩১/০৫/২০২১
স্থানঃ রামপুরা,ঢাকা।