ঘন কালো মেঘ
আকাশের পরিধি সংকীর্ণ
মেঘের কোলে বিজলীরা হাসছে
বজ্রধ্বনি ধিরিম ধিরিম ডাকছে
শ্রাবণের বারিধারা রিমঝিম ঝড়ছে
প্রেমের জোয়ারে সৃষ্টিকুল ভাসছে
এমন ক্ষণে
প্রিয়জন হারা আমার উদাসী মন
জানালায় বসে-
মনে মনে কি যেন ভাবছে!
রচনাকালঃ ১০/০৮/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা