তুমি অসবে বলে
আমি আছি দাঁড়িয়ে
তেপান্তরের তেপান্ন গলির মোহনায়।

তুমি আসবে বলে
মনের ক্যানভাসে
তোমার ছবি একেঁছি রং তুলির ছোঁয়ায়।

তুমি অসবে বলে
মনের মালঞ্চ
সাজিয়েছি ফুলেফুলে,লাল গালিচায়।

তুমি আসবে বলে
গড়েছি বাসর
পূর্ণিমার চাঁদ লাগিয়েছি ফুল শয্যায়।

তুমি তো এসোনি
কেন এসোনি বলোনি
জনম জনম আছি তোমার অপেক্ষায়।

১৮ জুন-২০২০
সোনারগাঁ হোটেল,ঢাকা।