আমি নই কারো তুল্য
যদি কভু হই রাজা মহারাজা
তবুও পারবোনা দিতে কারো মূল্য
জ্ঞাণের বহুমুখী শাখা-প্রশাখা বহমান
নিজ নিজ গুণে মানুষ রাখে অবদান
কেউ কেউ বড় হয় জ্ঞাণ বুদ্ধির জোরে
কেউ কেউ বড় হয় যুক্তি তর্কের তরে
জনে জনে ভিন্ন ভিন্ন জ্ঞাণের কারিগর
প্রতি জনের মস্তিষ্কে জ্ঞাণদাতার ঘর
আমি আমার মতোই, নই কারো তুল্য
সবাই সবার মতোই
কেউ কভু পারেনা দিতে অন্যের মূল্য।
রচনাকালঃ ০৮/০৭/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।