তোমার জন্য গল্প লিখি
লিখি কবিতা গান
তোমার জন্য দিতে পারি
জীবন ও কোরবান।

তোমার জন্য
আমি তোমার জন্য

তোমার জন্য আনতে পারি
নীল আকাশের চাঁদ
আনতে পারি তোমার জন্য
জলমলে প্রভাত।
তুমি যে আমার কাছে
পূর্ণিমারি চাঁন

তোমার জন্য দিতে পারি
জীবন ও কোরবান।

তোমার জন্য
আমি তোমার জন্য

তোমার জন্য হাসতে পারি
কাঁদি সারাক্ষণ
তোমার জন্য বিলিয়ে দিব
আমার দেহ মন।
তুমি যে জীবন মরণ
তুমি যে জানের জান

তোমার জন্য দিতে পারি
জীবন ও কোরবান।

তোমার জন্য গল্প লিখি
লিখি কবিতা গান
তোমার জন্য দিতে পারি
জীবন ও কোরবান।

তোমার জন্য
আমি তোমার জন্য
তোমার জন্য দিতে পারি
জীবন ও কোরবান।

২০ আগষ্ট-২০২৪
রামপুরা,ঢাকা।