তারুণ্য মানে এক ঋতু এক কাল
চির বসন্ত চির বর্তমান!
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত
ভবিষ্যৎ কিংবা অতীত এসব
তারুণ্যকে ছুঁতে পারেনা।
তারুণ্য মানেই-
প্রাণ চাঞ্চল্য সবুজ বসন্ত এবং বর্তমান!
তারুণ্য মানেই-
জয়ো ধ্বণি,জীবনের জয়োগান!


রচনাকালঃ ৩১/০৩/২০১৯
স্থানঃরামপুরা,ঢাকা।