আয়রে আয় তরুণ সেনা
আয় ছুটে আায়
ন্যায়ের পথে লড়াই করে
আনব এবার জয়।

ন্যায়ের পথে লড়তে মাঠে
মরণ যদি হয়
মরণকে মোরা বরণ করতে
করিনা কোন ভয়।

আয়রে নবীন আয়রে সেনা
আয় ফিরে আয়
চারপাশের আগাছার দল
দুলব এবার পায়

আয়রে আয় তরুণ সেনা
আয় ছুটে আয়
যাবনা আর ঘরে ফিরে
না নিয়ে জয়।

আয়রে আয় তরুণ সেনা
আয় ছুটে আয়
মিথ্যাটাকে উপরে ফেলে
আলো জ্বালাবো বিশ্বময়।

রচনাকালঃ ২৭/০৪/১৯৯৯
স্থানঃবাউফল,পটুয়াখালী।