আমি হাজির দয়াময়!
লজ্জাবনত মস্তকে আছি দাঁড়িয়ে তোমার দরগায়
কারিকারি পাপের বোজা মাথায়
আমি মরেছি,মরেছিগো লজ্জায়,ঘৃণায়!
তুমি নাকি করেছো আমায় তালাশ!
হাজির আমি,নিঃশর্তে করো আমায় খালাস,দয়াময়
আমি কিন্তু ডুবে আছি নরকের গভীর নর্দমায়!
আমি হাজির দয়াময়!
হিসাব কিতাব বুঝি না আমি,শুধু বুঝি আমি তোমার গোলাম
কত জনপদকে করেছো ভূমি,ভূমিকে করেছো সাগর তুমি
আমার সকল শূন্যতাকে ভরিয়ে দাও পূর্নতায়
তুমি নাকি করেছো আমায় তালাশ!
হাজির আমি,নিঃশর্তে করো আমায় খালাস,দয়াময়!
আমি কিন্তু ডুবে আছি নরকের গভীর নর্দমায়!
আমি হাজির দয়াময়!
আসমান জমিন গ্রহ নক্ষত্র যা কিছু আছে যত্রতত্র
আমিসহ সব কিছুই তোমার আজ্ঞাবহ
রিপুর তাড়া খেয়ে শয়তানের ধোকায় করেছি অন্যায়
তুমি নাকি করেছো আমায় তালাশ!
হাজির আমি,নিঃশর্তে কর আমায় খালাস,দয়াময়
আমি কিন্তু ডুবে আছি নরকের গভীর নর্দমায়!
আমি হাজির দয়াময়!
জানি অপরাধী আমি তুমিও জানো অন্তর্যামী
করেছি অন্যায় শতশত, তবে করিনি কারো কাছে মাথানত
মাথা খুটিয়ে মরি যত তোমার দরগায়
তুমি নাকি করেছো আমায় তালাশ!
হাজির আমি,নিঃশর্তে কর আমায় খালাস,দয়াময়!
আমি কিন্তু ডুবে আছি নরকের গভীর নর্দমায়!
৩ মার্চ-২০২০
রামপুরা,ঢাকা।