দেশের তরে বাঙ্গালীরা বারবার ত্যাগ স্বীকার করল
মাতৃভাষার মর্যাদা রক্ষার প্রশ্নে বাঙ্গালীর ত্যাগ ইতিহাসে
স্বর্ণাক্ষরে রচিত হল। সেদিন বাংলার দামাল ছেলেদের রক্তে
রাজপথ রঞ্জিত হল, জীবন খুয়াল বাংলা মায়ের সূর্য সন্তান-
সালাম বরকত রফিক জব্বার জানা অজানা আরো কতজন।
বঙ্গ-বন্ধুর ডাকে স্বাধীনতা আন্দোলনে ঝাপ দিল সকল বাঙ্গালী
সাত কোটি মানুষের ত্যাগ সেদিন বিফলে যায়নি,
দাবিয়ে রাখতে পারেনি হানাদার বাহিনী বাংলার স্বাধীনতা
স্বাধীনতা অর্জনে ত্যাগের মর্মবাণী নাড়া দিল তামাম বিশ্বকে
বিশ্ববাসী সমর্থন করল সাত কোটি ত্যাগী মানুষের অন্দোলন
৫২ থেকে ৭১ পর্যন্ত  দীর্ঘ  ২০ বছর বাঙ্গালীর ত্যাগের ফসল
আজকের দেশ স্বাধীন  বাংলাদেশ।      


রচনাকালঃ২০/০২/২০২০
স্থানঃরামপুরা,ঢাকা।