পৃথিবীতে সুখী মানুষ মেলান বড় ভার
বাহ্যিক দৃষ্টিতে সুখী মনে হয় অনেককেই
ভুরিভুরি ঐশ্বর্যওয়ালাকেও আমরা সুখী মনে করি
ক্ষমতা প্রতিপত্তিরাও সুখীর তালিকায় স্থান পায়
সিংহাসনে অধিপতি নিশ্চয়ই সবার চেযে সুখী
মূলত এরাও নিজেদের সুখী হিসেবে ভাবতে নারাজ
সাধারণের চোখে যারা সুখী শত দুখে দুখী তারা
তবে সুখীকে?
যুগযুগ ধরে মানুষের মনে এ প্রশ্নের জট লেগে আছে
ফুল ফুটুক আর নাই ফুটুক বসন্তের লগনে যেমন বসন্ত হয়
কিছুকিছু মানুষের কান্নাভেঁজা চোখের জলে
কিছুকিছু সময়ে একফালি হাসি জ্বলজ্বল করে জ্বলে
স্বীকার করুক আর নাই করুক তারাই মূলত সুখী মানুষ।

রচনাকালঃ ০৯/০৫/২০২০
স্থানঃরামপুরা,ঢাকা।