সুখ সুখ করে কেঁদে ভাইরে নাহি পেলাম সুখ
সুখের তরে চোখের জলে ভাসাইলাম শুধু বুক।

জীবন যৌবন সব হারালাম ঘুরে সুখের পিছু
এ জীবনে দুঃখ বিনা নাহি পেলাম কিছু।

হীরার খনি খুঁজতে গিয়া পেলাম শুধু ছাই
খুঁজি এবার দুঃখের খনি,কিনা সুখের নাগাল পাই।

২০ আগষ্ট-১৯৯৪
বাউফল,পটুয়াখালী।