আতংকিত হবার কিছু নেই
বিশ্বজুড়ে শুদ্ধি অভিযান চলছে
দিন বদলের অভিযান!
মানুষ সৃষ্টিকর্তাকে অস্বীকার করে স্রষ্ঠার রুপ ধারণ করেছে
ফেরাউন নমরুদ সাদ্দাদের চেয়েও এরা ভয়ংকর
স্রষ্টার সৃষ্টিকে মানুষ নিজের সৃষ্টি বলে গণ্য করছে
মানুষকে মানুষ ব্যবহার করছে নিজের খেয়াল খুশিমত
খুন গুম জোড়-জুলুমের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে মানুষ
মানুষ মানুষকে জবাই করে মানুষের মাংস ভক্ষণ করছে
মানুষ স্রষ্টার রচিত বাণী পাল্টে দেওয়ার হুমকি দিচ্ছে
হুমকি দিচ্ছে পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার
মানুষ নিজেও জানেনা তারা কতটুকু সীমা অতিক্রম করছে
মানুষের উচিৎ ছিল দ্রুত নিজেদের আত্মশুদ্ধির জন্য এগিয়ে আসা
কিন্তু আত্মশুদ্ধির জন্য মানুষ অনেক দেরী করে ফেলেছে
এবার আত্মশুদ্ধির দায়ভার স্রষ্ঠা নিজেই নিয়েছেন
মানব সৃষ্ট পাপের দায়ভার মানুষকেই নিতে হবে
স্রষ্টা নিখুঁতভাবে অভিযান পরিচালনা করছেন
পারমানবিক অস্ত্র ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সহ সকল হুঙ্কার
স্রষ্টার ক্ষুদ্রকণার কাছে নতজানু হয়ে পড়েছে।
রচনাকালঃ ২৪/০৩/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।