সচেতন হতে হলে আগে পাল্টাতে হবে স্বভাব
কিন্তু মানুষের স্বভাব একটি ভয়ংকর কালসার
স্বভাব থেকে বেরিয়ে আসা খুবই কঠিন, ফলে
সচেতনতার অভাব মহামারি রুপ ধারণ করেছে।
কসাইখানা থেকে মন্ত্রনালয় পর্যন্ত প্রতিটি মহলে
কিছুনা কিছু সচেতনতার ঘাটতি রয়েছে।
আপনার আমার এবং সকলের আরো সচেতন হতে হবে
সচেতনতা পারে একটি মানুষ একটি সমাজ এবং
একটি ভঙ্গুর জাতিকে আমুল বদলে দিতে।এই মুহূর্তে
সচেতনতাই একজন মানুষের বেঁচে থাকার জন্য বেশি প্রয়োজন।
রচনাকালঃ ০৬/০৪/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।