তোমার ক্ষুদ্র্ ক্ষুদ্র্ লেখার মাঝে
দেখি সমুদ্র
তোমার দু-চার লাইনের পদ্য যেন
অসমাপ্ত গদ্য
শোন গুরু বিন্দু-বিন্দু করে যেমন
গড়েছে সিন্দু
তোমার অল্পঅল্প গল্পগুলো আমায়
করেছে বন্ধু
এই আসরের সব কবিদের কাছেই
আমি ঋণী
গুরুজী আমায় শিষ্য করো তোমায়
স্মরিব চিরদিন’ই
রচনাকালঃ ১০/০৬/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।
(এই আসরের বরেণ্য কবি শ.ম. শহীদ গুরুজীকে উৎসর্গ করিলাম।)