এক পৃথিবী নয়, সাত পৃথিবী লিখে দিবো
শুধু তোমার নামে
একজনম নয়, সাত জনমভর রাখবো ধরে
তোমায় বুকের খামে
তোমার দুঃখ কষ্ট ঘুচিয়ে দিয়ে সুখের প্রদীপ
জ্বালাবো রাশি-রাশি
যদি বল ভালবাসি!

নীল আসমানের উপর তলায় গড়ে দিবো
তোমার জন্য বসত বাড়ি
আকাশ হতে জমিন অব্দি তোমার জন্য
বানিয়ে দিবো স্বপ্নের সিঁড়ি
আমি সিঁড়ির তলায় দাঁড়িয়ে দেখবো চেয়ে
তোমার চাঁদের হাসি
যদি বল ভালবাসি!

তোমায় নিয়ে সাত সমুদ্র তের নদী পাড়ি দিবো
ময়ূরপঙ্খী নায়ে চড়ে
চাঁদের দেশে উড়াল দিবো ভালবাসার যুগল
ডানায় উড়েউড়ে
আমরা দু’জন মিলে রাশি-রাশি তারার মাঝে
খেলবো কানামাছি
যদি বল ভালবাসি!

কভু ভালবাসায় আসে যদি মহাসিডর ঝড়ো
ভেঙ্গে গেলে বসত ঘরো
ভালবাসার সূঁতোয় তোমায় রাখবো বেঁধে
শক্ত করে মনের ঘরো
জনম জনম বুকের খাঁচায় রাখবো পুষে
আমি মরি কিংবা বাঁচি
যদি বল ভালবাসি!

১৪ ফেব্রুয়ারী-২০২১
রামপুরা, ঢাকা।