স্বপ্নের মাঝে লুকিয়ে আছে
বাস্তবতার রুপ
জীবন সাজাতে স্বপ্নে আগে
দিতে হবে ডুব
স্বপ্ন মানুষকে শক্তি জোগায়
দেয় আগামীর বার্তা
স্বপ্নবিহীন গন্তব্যে গমন হবে
ভুল পথে যাত্রা
স্বপ্ন সত্যি হোক বা না হোক
স্বপ্ন আমি দেখবোই
শতভাগ সফল নাই বা হল
হবে তো নব্বই!
রচনাকালঃ ৭/১২/২০২৩
স্থানঃ রামপুরা,ঢাকা।