শক্তির গর্জন
কার কত অর্জন
দিনরাত পাল্লা

চাইনা শান্তি চুক্তি
স্ব-পক্ষে উক্তি
আছে মাঝি মাল্লা।

মজুদ মারনাস্ত্র
বিপুল বাহিনী সশস্ত্র
লড়বে কার আছে হিম্মত!

আমরাই বিশ্বে
শক্তিতে শীর্ষে
করব দুনিয়াটা কুপোকাত!

শক্তির দুর্গে
হানা দিল কভিড-১৯ এ
শক্তিরা সব ভষ্ম!

মানুষের শক্তি ক্ষুদ্র
শক্তির মহা উৎস
সে তো অদৃশ্য!

১৩ মে-২০২০
রামপুরা,ঢাকা।