এ জীবন উৎসর্গ করে যেতে চাই
নিজের মরণে
আমার এ জীবন নিবেদিত হোক
সকল শহীদ চরণে

জাতি হয় যদি হোক ঋণ মুক্ত
আমার কারণে
শতবার নিজেকে বিলিয়ে দিব
লাখো শহীদ বরনে

আমার মরণ হয় যদি হোক
খুব-ই- অকালে
হাসি মুখে মরণকে করব বরন
কাল-ই-সকালে

আবার হবে স্বাধীনতা রক্ষার লড়াই
বাংলার গগণে
আমি শহীদের সহযাত্রী হব-ই- তখন
সেই শুভ লগনে।

২৫ মার্চ-২০২৪
রামপুরা,ঢাকা।