আমার হৃদয় জুড়ে মিশে আছে
বাংলাদেশের নাম
তাইতো জানা্ই বাংলাদেশকে
আমার হাজারো সালাম
এই দেশেরই আকাশ বাতাস
সাগর নদী খাল
আমার সারা অঙ্গে মায়ের মত
বিছায় সুখের জাল
আমি সুখে দুখে গাহি সদা
বাংলাদেশের গান
এই দেশেরই আলো বাতাস
আমার বাঁচাইছে প্রাণ
যারা দেশের খেয়ে দেশের পড়ে
করে দেশের সর্বনাস
তারা দেশের শত্রু জাতির শত্রু
নাহি শরম লাজ
এমন দেশ আর খুঁজে আমি
পাবো কোথায় ভাই?
এই দেশেতে জন্ম এই দেশেতেই
হয় যেন শেষ ঠাঁই।
২৮ ফেব্রুয়ারী-২০২৪
রামপুরা,ঢাকা।