পঞ্চাশের মুখোমুখী দাঁড়িয়ে
আমি হীনমন্যতায় ভুগছি
না আছে ব্যাংক-ব্যালেন্স, না প্রপার্টি
না আছে বসত বাড়ি বা কোন আশ্রম
তবে কি শেষ ঠিকানা আমার বৃদ্ধাশ্রম?

এই দুনিয়ায় কে আছে আমার
কে করবে আমার দেখভাল
কে নিবে ভরণপোষণের দায়িত্ব,
এ কথা ভেবে ফুরিয়ে আসছে দম
তবে কি শেষ ঠিকানা আমার বৃদ্ধাশ্রম?

আমি থাকতেই সন্তানরা হাবু-ডুবু খায়
ওরা কি করবে আমার জন্য
কার আশ্রয়ে কাটবে বাকী জীবন
বৃদ্ধ বয়সে ভোগ করবো দন্ড স্বশ্রম!
তবে কি শেষ ঠিকানা আমার বৃদ্ধাশ্রম?

দুনিয়ার সব সুখ চাই না আমি
পরিবারের সঙ্গ হারাবো ভেবে
আমার নিস্তেজ হয়ে আসে অঙ্গ
স্বজনদের মাঝে পেতে চাই উম
তবে কি শেষ ঠিকানা আমার বৃদ্ধাশ্রম?

৬ মে-২০২৪
রামপুরা,ঢাকা।
01689143270