হয়ত আর-
লিখব না কোনদিন কোন কবিতা কিংবা গান
চোরা বালুতে ডুবে আছি,এবার যায়যায় প্রাণ

হয়ত আর-
কেউ পড়বে না আমার কবিতা কোনদিন
জানি শোধ হবে না পাটক ভিউয়ারদের ঋণ

হয়ত আর-
হবে না দেখা, এটাই জীবনের শেষ ঘন্টা    
তোমাদের ছেড়ে চলে যেতে কাঁদে মনটা

যদিও আর-
আসব না ফিরে, রেখে গেলাম কবিতা ক’ডজন
পড়িও কবিতাগুলি আমি যে তোমাদেরই একজন।

রচনাকালঃ 10/9/2023
রামপুরা,ঢাকা।