ডুবো চরে বাড়ি আমার
জলের তলে ঘর
এ জগতের সবাই আপন
শুধু মানুষগুলো স্বার্থপর
কেউ কখনও খোঁজ রাখেনা
আছি বেঁচে কিনা মরে
না মরে বেঁচে আছি ভব সংসারে
অবহেলা অনাদরে
জল রাজ্যের প্রাণী সকল
আমার ঘরে বাসা
জীবন মরণ সুখ দুঃখের
ওরাই সকল আশা
জোয়ার ভাটার টানে যখন
সব কিছু যায় ভেসে
পাড়া পড়শি বেজায় খুশি
যেন আছে ভিন দেশে
মাঝে মাঝে মনটা বড় উদাস লাগে
পারিপার্শ্বিক চাপে
ভাবি শুধু কি করে হয় মানুষ এমন
মজা লাগে পাপে
আমার দুঃখে কষ্টে জীবন গড়া
আপনজন নাই পাশে
সব ভুলে যাই যখন উপর থেকে
একজন মিটিমিটি হাসে
রচনাকালঃ ২২/০৮/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা