আমরা সরকারী আমলা
সুযোগ বুঝে করছি হামলা
পাবলিক পেলেই গলা টিপে ধরছি
গুণেগুণে পকেটে বকশিস ভরছি
আমরা পাবলিকের পয়সায় চলছি
মাস শেষে ব্যাংকে নতুন নতুন একাউন্ট খুলছি
দেশ যাক রসাতলে যে পারিছ সামলা
আমরা করছি দাদাগিরি
পাবলিক দিবে শুধু দিন রাত কামলা।

আমরা সরকারী আমলা
সুযোগ বুঝে করছি হামলা
কাজে কর্মে যাই থাকি মুখে বড় কথা বলছি
অফিসে না এসে মাস শেষে মায়না তুলছি
হাজার কোটিরও বেশি হবে টাকা অংকে
নামে বে-নামে দেশের টাকা রাখছি বিদেশী ব্যাংকে
দেশ যাক রসাতলে যে পারিছ সামলা
আমরা করছি দাদাগিরি
পাবলিক দিবে শুধু দিন রাত কামলা।

আমরা সরকারী আমলা
সুযোগ বুঝে করছি হামলা
আমাদের যখন যা দরকার
মেঘ না চাইতেই বৃষ্টির মত দিচ্ছে সরকার
আমাদের রুখবে কার আছে সাধ্য
সবাই পায়ের তলে মাথা রাখতে বাধ্য
দেশ যাক রসাতলে যে পারিছ সামলা
আমরা করছি দাদাগিরি
পাবলিক দিবে শুধু দিন রাত কামলা।

রচনাকালঃ ১৪/০১/২০২১
রামপুরা,ঢাকা।