সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত হল একজন মা
মায়ের আঁচলতল হল পৃথিবীর শ্রেষ্ঠ স্থান
ধরাধামে স্বর্গ নেই স্বর্গের ছায়া বিদ্যমান
মায়ের আঁচলতল হচ্ছে স্বর্গের ছায়া।
মায়ের আঁচলতল মানে স্বর্গস্থান
সু-শিতল এ ছায়ায়-
সকল ক্লান্তি নিমেষেই হয় অবসান!
রচনাকালঃ ১০/০৫/২০২০
স্থানঃরামপুরা,ঢাকা।