চৌদ্দ থেকে চল্লিশ অব্দি মস্তিষ্কের মধ্যে একটা স্বপ্নের সাগর ছিল
চল্লিশ পর্যন্ত এই সাগরে রাজ হংসের মত সাঁতার কাটতাম হরদম
কিনারা খুঁজে না পাইলেও স্বপ্নে একটা বাঁচার গন্ধ পাইতাম বটে
একচল্লিশে পা দিতেই স্বপ্নের সাগর নিজের স্বকীয়তা হারিয়ে
একটি ধূ-ধূ মরুভূমিতে পরিনত হয়েছে। হঠাৎ করে-
মস্তিষ্ক থেকে স্বপ্নরা সব গায়েব। সেই স্বপ্নের সাগরে আমি এখন
পাথরে খোদাই করা স্বপ্ন ভাঙ্গা এক স্ট্যাচু!
১৪ জুলাই-২০২৩
রামপুরা,ঢাকা।
০১৬৮৯১৪৩২৭০