কথা দিয়ে তুমি কথা রাখোনি
আসবে বলে তুমি ফিরে আসোনি
যে মনের বনে তুমি হারিয়ে গেছো
সে বনের বিচ্ছু বাহিনীর কাহিনী
তুমি জানো; নাকি জানোনি
অনেক হয়েছে মান’; ভাঙ্গো অভিমান
এবার ফিরে আসো তুমি
গাই শান্তির বাণী, অভিমানী!
রচনাকালঃ ২৫/০৮/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা