সময় ডাকে বারেবারে
আয় ফিরে আয়
এমন করে ডাকে সময়
যেন ডাকে মা’য়।

হতে যদি চাও তুমি  
মহা জ্ঞাণী গুণী
একমাত্র সময়ের কাছেই
হও চির ঋণী।

সময়ের অবহেলা মানে
নিজের সাথে ফাঁকি
সারা জনম অনুতাপে
ভাসবে জলে আঁখি।

সময়ের কাজ সময়ে করো
থাকতে দেহে প্রাণ
সময়ের মাঝে লুকিয়ে আছে
জীবনের জয়োগান।

৩ জুন-২০২০
রামপুরা,ঢাকা।