রহমাতে পরিপূর্ন
এই পবিত্র রমজান
ভেদাভেদ ভুলে মুসলিম
গাইও সাম্যের গান
বিধি মাগফেরাতে মাপ করে দাও
সকল গুনা-খাতা
জীবন থেকে মূছে দিও
ময়লাযুক্ত পাতা
এই রমজানে নাজিল হল
তোমার আসমানী কুরআন
ভেদাভেদ ভুলে মুসলিম
গাইও সাম্যের গান
জানি কদর রাতে ইবাদতে
বান্দা থাকিলে মশগুল
নাজাত পাবে সকল উম্মত
বলেছেন রাসুল (সাঃ)
খোদার দিদার পাবে সকল
মোমিন মুসলমান
ভেদাভেদ ভুলে মুসলিম
গাইও সাম্যের গান
ইদের মাঠে মুসলিম উম্মার
হবে সন্মিলন
নামাজ শেষে মোমিন মুসলমান
করবে আলিঙ্গন
খুশির জোয়ারে ভাসবে দুনিয়া
ভাসবে জমিন ও আসমান
ভেদাভেদ ভুলে মুসলিম
গাইও সাম্যের গান
রহমাতে পরিপূর্ন
এই পবিত্র রমজান
ভেদাভেদ ভুলে মুসলিম
গাইও সাম্যের গান
১০ মার্চ-২০২৫
রামপুরা,ঢাকা।