১৫ আগষ্ট উষা লগ্ন
মানবতার হিংস্ররুপ ফুটে ওঠেছিল সেদিন
যা বিশ্ববাসী আগে কখনও দেখেনি
মানুষ নামের হিংস্র পশুরদল আক্রমন করল
একের পর এক। বুলেটবিদ্ধ হলেন পিতার পরিবার
কেঁপে ওঠল গোটা মানবতা।কাঁপলনা সীমারদের বুক
স্তবব্ধ হল সারা দুনিয়া;
নিষ্পাপ ছোট্র একটি শিশু নাম রাসেল
বাঁচতে চেয়েছিল।বাঁচার জন্য ছুটাছুটি করল
বাঁচতে দিলনা নরপশু ঘাতক হায়নার দল
বুলেট বিদ্ধ হল রাসেল। মৃর্তুকে আলিঙ্গন করল
শোকে ক্ষোভে বিধ্বস্ত গোটাদেশ, গোটাজাতি
সেদিনের সেই শোক আজ জাতির শক্তির উৎস
রচনাকালঃ ১৫/০৮/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা