চলছে বিশ্বায়নের যুগ
আকাশ পাতাল গ্রহ নক্ষত্রে মানুষের বিচরণ বাড়ছে
চন্দ্র থেকে মঙ্গলে মানুষ বসতি স্থাপনের
মহাপরিকল্পনা করছে
প্রযুক্তি মানুষকে কয়েক দাপ এগিয়ে নিয়ে গেছে
সভ্যতার এই যুগে সবকিছু উর্ধঃমুখী
বিপত্তিটা সেখানে; যেখানে মানুষের রুচিবোধ
ক্রমশ নিম্নমুখী গড়াচ্ছে
ঠুনকো স্বার্থে মানুষ গুম খুন হচ্ছে
দূর্ণীতির কালো ছায়া সমাজের উপর চন্দ্রগ্রহনের
মত প্রভাব ফেলছে। দেশ পাতালে ডুবে গেছে
নারী নির্যাতন নারী ধর্ষণ উৎবে পরিনত হয়েছে
রুচিবোধের হালনাগাদ করা খুবই প্রয়োজন
রুচিবোধের উন্নতি না হলে উন্নয়ন অগ্রযাত্রা
যেকোন সময়ে মুখ থুবরে পরবে
রচনাকালঃ ১২/১০/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।