রংধনু মাত্র সাতটি রঙ দিয়ে জন্ম থেকে
জন্মান্তর পর্যন্ত বহাল তবিয়াতে আছে
মানুষের মনে এত রঙ আসে কোথা থেকে
মানুষ ক্ষনেক্ষনে রঙের খোলস পাল্টায়
সত্তর দশকের রঙের মানুষগুলোকে
এখন আর রঙের দুনিয়ায় দেখা যায়না
আজকের রঙীন মানুষগুলো আগামী দশকে
রঙের দুনিয়ায় রঙ ছড়াবেনা; ছড়াবে পচা গন্ধ
তবে কেন মানুষ কি করে হয় এত অন্ধ!
কেন মানুষ রঙের খেলায় মাতোয়ারা?
রচনাকালঃ ১৬/০৯/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।