সবাই মিলে নামাজ পড়,
রোজা রাখো মুসলমান
রমজান মানে-
মুসলমানের জয়োগান।।
রহমাতের ঐ বারতা নিয়ে
আবার এলো রমজান
তাগুত ছেড়ে আঁকড়ে ধরো
ইসলামের ঐ বিধি-বিধান
রমজান মানে-
মুসলমানের জয়োগান।।
মাগফেরাতের ঐ বারতা নিয়ে
আবার এলো রমজান
ইবাদতে মশগুল থেকে
মজবুত কর ঈমান
রমজান মানে-
মুসলমানের জয়োগান।।
নাজাতের ঐ বারতা নিয়ে
আবার এলো রমজান
জীবন-মরণে ধারণ কর
আল্লাহ নবীর হাদিস কুরআন
রমজান মানে-
মুসলমানের জয়োগান।।
সবাই মিলে নামাজ পড়,
রোজা রাখো মুসলমান
রমজান মানে-
মুসলমানের জয়োগান।।
৪ মার্চ,২০২৫
রামপুরা,ঢাকা।