যখন রাজনীতির নীতিরাম
পরিনিত হয় অন্ধে
তখন রাজ্যের রাজ-রাণী  
পড়ে যায় ফান্দে

উজির নাজির আমলারা
ধুঁকে ধুঁকে কান্দে
প্রভুহারা মন্ত্রী এম পি’রা  
উড়াল দেয় চাঁন্দে

চাটুকার চামচাদের দিন যায়
খুশিতে আনন্দে
রাজ্যের প্রজারা সব বনবাসে  
ঘর বাড়ি বান্ধে।

২৫ ডিসেম্বর-২০২৩
রামপুরা,ঢাকা।
০১৬৮৯১৪৩২৭০