রাধার প্রেমে কৃষ্ণ পাগল
কৃষ্ণের প্রেমে রাধা
জনম জনম দু’জনার প্রেম
এক সুতোয় বাঁধা
তাদের প্রেমের মাঝে ছিলনারে
কোন ছলনা
মনের কোনে ছিল সদা
প্রেমের বাসনা
প্রেমের ফুলদানিতে কেউ কখনও
ছুঁড়তো না কাঁদা
জনম জনম দু’জনার প্রেম
এক সুতোয় বাঁধা (২)
শিরি ফরাত লাইলী মজনু
ইউসুফ জুলেখা
প্রেমের রঙ্গে রঙ্গীন ছিল
তাঁদের দুনিয়া
আত্মার প্রেমে মন মজালো
মনটা রাখিল সাদা
জনম জনম দু’জনার প্রেম
এক সুতোয় বাঁধা (২)
রাধার প্রেমে কৃষ্ণ পাগল
কৃষ্ণের প্রেমে রাধা
জনম জনম দু’জনার প্রেম
এক সুতোয় বাঁধা
রচনাকালঃ ২১/৯/২০২২
স্থানঃ রামপুরা,ঢাকা।