মানুষের জীবনের উপর দিয়ে বয়ে গেছে
চরম তান্ডবলীলা করোনা নামক মহামারি
এমন বিভীষিকা এর আগে মানুষ দেখেনি
মৃর্ত্যুর স্বাদ সবাই গ্রহন করেনি বটে,সবাই
মৃর্ত্যুর গন্ধ অনুভব করল নিংশ্বাসে নিংশ্বাসে;
প্রতিটি মানুষ জীবনের আশা ছেড়ে দিল
চরম অসহায়ত্ববোধ অনুভব করল মানবতা
দলেদলে মানুষ আত্মশুদ্ধির পথ খুঁজছিল
জীবনটা ধুমরে মুছরে উলট-পালট হয়ে গেল;
মানুষ বাঁচার জন্য প্রাণ ভিক্ষা চাইল
সৃষ্টিকর্তার দুয়ারে প্রতিটি মানুষ ধর্ণা দিল
বাঁচার জন্য আকুতি মিনুতির ঘাটতি ছিলনা
ওঝা বৈদ্য হেকিম কবিরাজ কিছুই বাদ দেয়নি;
মানুষের আহাজারিতে সৃষ্টিকর্তার মনে দাগ কাটল
তিনি মানুষকে ধাপে ধাপে ক্ষমা করতে শুরু করলেন
কিছু সংখ্যক মানুষ ছাড়া বাকিরা সবাই বেঁচে গেলেন
যেন বিশ্ব মানবতা পূর্নজীবন ফিরে পেল।
মহাদূর্যোগ মানুষের জীবন থেকে বিদায়ের পথে
এ দূর্যোগ থেকে মানুষ কি আদৌ কিছু শিক্ষা নিল?
ভাবী পরিকল্পনার ছক এখনই মানুষকেই করতে হবে
মানুষ বুঝুক খোদা প্রদত্ত দূর্যোগ এটাই শেষকথা নয়।
রচনাকালঃ ২৭/০৭/২০২০
স্থান: রামপুরা,ঢাকা।