আমি অথৈ সাগরের মাঝে
ভাসমান এক ভেলা
একূল ওকূল ভেসে বেড়াই
একেলা একেলা
দেখিয়াও দেখে না কেউ
এ কেমন অবহেলা।
নিষ্ঠুর এ জগত মাঝে
ব্যস্ত সবাই আপন কাজে
বন্ধু বান্ধব স্বজন যত
আমায় নিয়ে অবিরত
খেলছে চিটিং ফিটিং খেলা।
আমি অথৈ সাগরের মাঝে
ভাসমান এক ভেলা।
দেখিয়াও দেখে না কেউ
এ কেমন অবহেলা।
মানুষ মানুষের তরে
এ ভাবনাটা গেছে মরে
দুনিয়াটা স্বার্থের পিছে
স্বার্থ ছাড়া সবই মিছে
কাঁদিতে চাহিয়া পারি না কাঁদিতে
মুখে বাঁধা তালা
দেখিয়াও দেখে না কেউ
এ কেমন অবহেলা।
আমি অথৈ সাগরের মাঝে
ভাসমান এক ভেলা
একূল ওকূল ভেসে বেড়াই
একেলা একেলা
দেখিয়াও দেখে না কেউ
এ কেমন অবহেলা।
২৬ ডিসেম্বর-২০২৪
রামপুরা,ঢাকা।