দিনে দিনে মানুষের প্রয়োজনের পাল্লা ভারী হচ্ছে
এক থেকে এগারো; এগারো থেকে একুশ
কারো কারো প্রয়োজন আকাশ অবদি গড়াচ্ছে
দুনিয়ার সবকিছু পেলেও প্রয়োজন শেষ হয়না
মানুষ প্রয়োজনের পিছনে হন্য হয়ে ছুটাছুটি করছে
প্রয়োজন মিঠাতে মানুষ মৃর্ত্যকেও পরোয়া করেনা
মানুষ কিকরে এত অবুঝ হয় তা বোধগম্য নয়
মানুষ নিজের পরিসংখ্যন নিজে রাখেনা
আমাকে অন্যের প্রয়োজন আছে কিনা কিংবা নিজে;
কয়জনের প্রয়োজনে ব্যবহ্রত হচ্ছি মানুষ ভাবেনা
অতিরিক্ত প্রয়োজনে মানুষের বিবেকে রক্তক্ষরণ হয়।
রচনাকালঃ ১৯/০৮/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা