প্রত্যাশার জায়গাগুলো সংকুচিত হয়েছে ঢের আগে
বিলপ্তি বললেও বোধ হয় অত্যুক্তি হবেনা
ডান হাত যখন বাম হাতকে বিশ্বাস করেনা
তখন প্রত্যাশা ধুঁকে ধুঁকে মরবে এটাই স্বাভাবিক।
কিন্তু না প্রত্যাশা এখনও মরেনি,
প্রত্যাশাকে জিইয়ে রেখেছে বাংলা কবিতা ডটকম।
বাংলা কবিতা ডটকম লেখকদের করেছে উজ্জীবিত
লেখকদের মনে নতুন প্রাণের সঞ্চার করেছে।
স্যালুট তোমাকে প্রাণের স্পান্দন!
আমার প্রিয় বাংলা কবিতা ডটকম।
রচনাকালঃ ০৭/০৭/২০২০
স্থানঃ রামপুরা,ঢাকা।