আজ কেন যেন ক্ষণে ক্ষণে
তোমায় আমি ডাকি
মনে হয় খাঁচা থেকে উড়ে গেল
পোষা ময়না পাখি
কি এমন ছিল অঙ্গে তোমার
রঙ্গ ছিল মুখে
তোমার প্রস্থানে মোমের প্রদীপ
জ্বলে নিভে বুকে
তোমার হঠাৎ করে উদয় যেন
মরা গাছে ফুল
বন্ধু তোমার এমন প্রস্থানে ছিল কি
আমার কিছু ভুল!
রচনাকালঃ ০৯/০১/২০২২
স্থানঃ রামপুরা, ঢাকা।