প্রেমের গাছে কলি ধরেছে
ফুটবে কবে ফুল
ফুলে ফুলে বাঁধব আমি
প্রিয়ার খোঁপায় চুল।

সময় বুঝি ফুরিয়ে গেল
আনচান করে মন
কোথায় বল লুকিয়ে আছে
আমার প্রিয়জন।

সকাল সন্ধ্যা চোখের জলে
সতেজ রাখি মূল
ফুলের গন্ধে প্রেমানন্দে
হবো যে আকুল

ফুলে ফুলে বাঁধব আমি
প্রিয়ার খোঁপায় চুল।

আমি নিঃশ্বাসে বিশ্বাসে
স্বপ্নে বাসর গড়ি
ফুল না ফুটিলে বুঝি
যাবো আমি মরি।

যতন করে রতন বুনি
যদি ফুটে ফুল
নিজের হাতে পড়িয়ে দিব
প্রিয়ার কানের দুল।

ফুলে ফুলে বাঁধব আমি
প্রিয়ার খোঁপায় চুল।

প্রেমের গাছে কলি ধরেছে
ফুটবে কবে ফুল
ফুলে ফুলে বাঁধব আমি
প্রিয়ার খোঁপায় চুল।

৩১ ডিসেম্বর-২০২৩
রামপুরা,ঢাকা।
01689143270